রামগতিতে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি পরিত্যক্ত টয়লেট থেকে পারুল বেগম (২৮) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রাম থেকে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

গৃহবধূর বাবা মো. বাহারের করা মামলায় আজ রাতে নিহত পারুলের স্বামী মো. হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামগতি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুজন গ্রামে পরিত্যক্ত একটি টয়লেটের ভেতরে অর্ধগলিত এক নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে সেখানে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহত পারুলের স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রামগতি থানার উপপরিদর্শক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গত ২৫ সেপ্টেম্বর পারুল বেগম নিখোঁজ হন। সেদিনই তাঁর স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ধারণা করা হচ্ছে, ১৭-১৮ দিন আগে গৃহবধূকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।