লক্ষ্মীপুরে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীপক মজুমদার (৪০) নামের লক্ষ্মীপুরের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দীপক মজুমদার রায়পুর উপজেলার মান্দারী ইউনিয়নের বাসিন্দা ও গোপাল মজুমদারের ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি ফার্মেসিতে বাবার সঙ্গে ওষুধের ব্যবসা করতেন।

মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু বলেন, গত সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন দীপক মজুমদার। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁকে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁকে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীপক মজুমদার নামের একজনের মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে ওই ব্যক্তি লক্ষ্মীপুরে চিকিৎসা নেননি। ফলে, তাঁদের কাছে এ–সংক্রান্ত কোনো রেকর্ড নেই।