ছেলের ছোড়া ইটে বাবার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার চাটমোহর উপজেলায় ছেলের ছোড়া ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ছানোয়ার হোসেন (৫৭)। তিনি হরিপুর পোস্ট অফিসের অফিস সহকারী ছিলেন। ঘটনার পর থেকে ছানোয়ারের ছেলে ইসমাইল হোসেন (২৮) পালাতক।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, পারিবারিক কলহের জেরে আজ সন্ধ্যায় মাকে মারতে যান ইসমাইল। এ সময় বাবা ছানোয়ার ইসমাইলকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। এতে ইসমাইল বাবার দিকে তেড়ে যান। একপর্যায়ে ইসমাইল রাস্তা থেকে ইট তুলে বাবার দিকে ছুড়ে মারেন। ওই ইট ছানোয়ারের মাথায় লাগে। এতে তাঁর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন বলেন, ময়নাতদন্তর জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইসমাইল পালাতক। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ইসমাইলের মা একটি মামলা করবেন বলে জানা গেছে।