সাভারে হুজির সদস্য আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের এক সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাব। সাভার বাসস্ট্যান্ড এলাকার আরএস টাওয়ার (বিপণিবিতান) থেকে মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহফুজুর রহমান। তিনি মানিকগঞ্জের ঘিওরের বাসিন্দা। র‍্যাবের দাবি, মাহফুজুর হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) সদস্য।

র‍্যাব-২–এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, মাহফুজুর রহমান সাভারের আরএস টাওয়ারে আছেন—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর কাছে একটি একে-৪৭ রাইফেল আছে বলে র‍্যাব জানতে পেরেছে। তাঁকে নিয়ে ওই অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।

দোকানমালিক সানজিদ আহমেদ খান বলেন, বছর চারেক আগে মাহফুজুর আরএস টাওয়ারের নিচতলায় দোকান ভাড়া নিয়ে কক্ষ সাজসজ্জার কাজ করতেন। সাত থেকে আট মাস আগে মাহফুজুর দোকানটি শান্তি পরিবহনের কাছে ভাড়া দেন। মাসের শেষে সাভার এসে তিনি শান্তি পরিবহনের কাছ থেকে ভাড়া তুলতেন। তবে গত তিন মাস তিনি সাভার আসেননি। ২০ দিন ধরে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।