হেফাজতে মৃত্যুর ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভেন্দাবাড়ি পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে তাঁদের প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশের সদস্যার হলেন ভেন্দাবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আমিনুল ইসলাম। সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম, এএসআই হরিকান্ত বর্মণ, এএসআই তাজউদ্দিন ও কনস্টেবল আরিফুল ইসলাম।

প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওই সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

এর আগে আটকের কয়েক ঘণ্টা পর ভেন্দাবাড়ি পুলিশ ফাঁড়িতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরে প্রত্যাহারের এই সিদ্ধান্ত আসে।

পুলিশের হেফাজতে মারা যাওয়া ব্যক্তির নাম শামসুল ইসলাম (৫৫)। তিনি মিঠাপুকুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।

শামসুলের মৃত্যুকে অবশ্য পুলিশ আত্মহত্যা বলে দাবি করছে। তবে গ্রামবাসীর অভিযোগ, পুলিশের পিটুনিতে শামসুলের মৃত্যু হয়েছে।