মাটির পণ্য বানাতে পটু শঙ্করী রানী পাল

>বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৩ বছর বয়সী শঙ্করী রানী পাল। তবে মাটি দিয়ে নানা পণ্য বানাতে পটু তিনি। এই বয়সেও মাটির পণ্য তৈরিতে পরিবারের সদস্যদের সহযোগিতা করেন তিনি। ছবিগুলো বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াপাল পাড়া থেকে তোলা।
দাঁত নেই বলে তো আর হাসতে মানা না।
দাঁত নেই বলে তো আর হাসতে মানা না।
সকাল সকাল মাটির পাত্র বানানোর কাজ শুরু করে দেন শঙ্করী।
সকাল সকাল মাটির পাত্র বানানোর কাজ শুরু করে দেন শঙ্করী।
বহু বছরের দক্ষতাকে কাজে লাগিয়ে নিপুণভাবে মাটির জিনিস বানিয়ে চলেছেন বৃদ্ধা শঙ্করী।
বহু বছরের দক্ষতাকে কাজে লাগিয়ে নিপুণভাবে মাটির জিনিস বানিয়ে চলেছেন বৃদ্ধা শঙ্করী।
মাটি দিয়ে বানানো পাত্র যথাযথ হওয়ায় শঙ্করী পালের মুখে হাসি।
মাটি দিয়ে বানানো পাত্র যথাযথ হওয়ায় শঙ্করী পালের মুখে হাসি।
বউ-শাশুড়ি মিলে সকাল থেকে মাটির জিনিস বানানোর কাজ শুরু করেন।
বউ-শাশুড়ি মিলে সকাল থেকে মাটির জিনিস বানানোর কাজ শুরু করেন।
আপন মনে কাজ করে চলেছেন ৮৩ বছরের শঙ্করী।
আপন মনে কাজ করে চলেছেন ৮৩ বছরের শঙ্করী।
মাটির পাত্র রোদে শুকানোর কাজও দেখভাল করেন শঙ্করী।
মাটির পাত্র রোদে শুকানোর কাজও দেখভাল করেন শঙ্করী।
বয়সের ভারে নুয়ে পড়লেও শঙ্করী রানী পালের কাজ থেমে নেই।
বয়সের ভারে নুয়ে পড়লেও শঙ্করী রানী পালের কাজ থেমে নেই।