ম্যাজিস্ট্রেট যাওয়ার খবরে পালিয়ে গেলেন তাঁরা

 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রধান সড়ক দখল করে ফলের দোকান বসানোয় ছয়জনকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার বটতলী রুস্তমহাটে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ফলগুলো বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ওই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যাওয়ার খবর পেয়ে পালিয়ে গেছেন অধিকাংশ বিক্রেতা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বটতলী রুস্তমহাটের প্রধান সড়ক দখল করে ফলের ব্যবসা করে আসছিলেন স্থানীয় লোকজন। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ জনগণকে। এ বিষয়ে অভিযোগ পেয়ে আজ বিকেলে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রধান সড়ক দখল করে ফলের দোকান দেওয়ায় জনগণ দুর্ভোগ পোহাচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে যাওয়ার খবর পেয়ে অধিকাংশ বিক্রেতা পালিয়ে গেছেন।