হেমন্ত এসে গেছে

>ঋতুচক্রের নিয়মে শরৎ বিদায় নিয়ে প্রকৃতিতে এসেছে হেমন্ত। বিস্তীর্ণ সবুজ আমন ধানের শিষে দানা বাঁধছে শিশিরবিন্দু। এমন অবস্থা জানান দিচ্ছে, হেমন্ত এসে গেছে। কদিন পর কুয়াশায় ঢেকে যাবে মাঠ, পথ-ঘাট। ছবিগুলো সিলেট সদরের সাহেববাজার ও লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে তোলা।
শিশির ভেজা সকালে সূর্যের উদয়।
শিশির ভেজা সকালে সূর্যের উদয়।
দিগন্তজুড়ে সবুজের সমারোহ
দিগন্তজুড়ে সবুজের সমারোহ
বিস্তীর্ণ ধানখেতের ধানের শিষে হেমন্তের আগমনী শিশিরকণা।
বিস্তীর্ণ ধানখেতের ধানের শিষে হেমন্তের আগমনী শিশিরকণা।
হেমন্তের সকালে কাজে যাচ্ছেন এক ব্যক্তি।
হেমন্তের সকালে কাজে যাচ্ছেন এক ব্যক্তি।
সকাল সকাল চলছে শিশুদের খেলাধুলা।
সকাল সকাল চলছে শিশুদের খেলাধুলা।
দূরে চা বাগানে কুয়াশা।
দূরে চা বাগানে কুয়াশা।
ধানগাছে জমেছে শিশির বিন্দু।
ধানগাছে জমেছে শিশির বিন্দু।
দুটি পাতা, একটি কুঁড়ি।
দুটি পাতা, একটি কুঁড়ি।
ঘরে ফেরার পালা।
ঘরে ফেরার পালা।