ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু

এডিস মশা। ফাইল ছবি
এডিস মশা। ফাইল ছবি

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ব্যক্তির নাম বাবুল হাওলাদার (৩৫)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

পরিবার জানায়, বাবুল হাওলাদার গত রোববার জ্বরে আক্রান্ত হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। ওই হাসপাতালে চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হলে গতকাল বুধবার সকালে বাড়ি ফিরে যান। তবে ওই দিন রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরের দিকে তিনি মারা যান।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৬ জুলাই থেকে বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ নিয়ে ১৩ জন রোগী মারা গেলেন।