রাজধানীতে অটোরিকশার চাপায় শিশু নিহত

পরিবারের ছোট্ট সদস্যকে হারিয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: প্রথম আলো
পরিবারের ছোট্ট সদস্যকে হারিয়ে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৭ অক্টোবর। ছবি: প্রথম আলো

রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া ব্যাংক কলোনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে শিশুটি মারা যায়।

শিশুটির নাম উজমা ইসলাম জান্নাত (৭)। সে চাঁদপুর জেলার সদর থানার পূর্ব রামদাসদী গ্রামের মো. সোহাগের মেয়ে। জান্নাত স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কাজের সুবাদে সোহাগ নন্দীপাড়া ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। এক ভাই এক বোনের মধ্যে জান্নাত ছিল ছোট।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, মুমূর্ষু অবস্থায় জান্নাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শিশুটির বাবা সোহাগ বলেন, জান্নাত বাসার সামনের রাস্তায় বের হলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।