মাটির শিল্প

>

নিরেট মাটিতে শিল্প ফুটিয়ে তোলাই কুমারের কাজ। ঘরে ঘরে নানা তৈজস হয়ে আসে সে শিল্প। তেমনই শিল্পের কারিগর রয়েছেন সংকরপুর গ্রামে। গ্রামটিতে প্রায় ১০৮ ঘর পাল সম্প্রদায়ের মানুষের বাস। ফুলের টব, নানা পাত্র আর হাঁড়িকুড়ি তৈরি করে জীবিকা চালান তাঁরা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেই গ্রামের পালদের শিল্প নিয়ে এই ছবির গল্প। 

রোদে শুকানো হচ্ছে টব
রোদে শুকানো হচ্ছে টব
টব তৈরিতে মগ্ন এক নারী
টব তৈরিতে মগ্ন এক নারী
বাড়ির উঠানে কাজ করছেন কুমার
বাড়ির উঠানে কাজ করছেন কুমার
মাটির কাজ করছেন এক নারী
মাটির কাজ করছেন এক নারী
কাজে ব্যস্ত নানা বয়সী নারী
কাজে ব্যস্ত নানা বয়সী নারী
ভাটায় পোড়ানোর জন্য রাখা হচ্ছে মাটির টব
ভাটায় পোড়ানোর জন্য রাখা হচ্ছে মাটির টব
রোদে শুকানো টব ভাটায় পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে
রোদে শুকানো টব ভাটায় পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে
কাজ শেষে গুছিয়ে রাখা হচ্ছে মাটির পাত্র
কাজ শেষে গুছিয়ে রাখা হচ্ছে মাটির পাত্র
বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে
বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে