শিশুটিকে চাপা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে গেল ইজিবাইক

নিজের বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের নিচে চাপা পড়ে মো. ফারদিন মিয়া (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইলে এ ঘটনা ঘটে।

শিশুটি নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সে আচারগাঁও গ্রামের মো. ফাইজুল ইসলামের একমাত্র ছেলে।

এ ঘটনার পর এলাকাবাসী নান্দাইল-হোসেনপুর সড়কটি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের কিছুটা দূরে একটি মনোহারী দোকান আছে। ফারদিন বিদ্যালয় থেকে বের হয়ে সেই দোকানের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিয়ে টেনে-হিঁচড়ে প্রায় ২০ গজ দূরে নিয়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকার লোকজন ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যান।

নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় চালক মো. মাজহারুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।