লাশের বাক্স ভেবে...

চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া পাউডারের বাক্স। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া পাউডারের বাক্স। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো) ও নির্মাণাধীন টানেলের প্রবেশমুখে একটি কাঠের বাক্স দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা এটি লাশের বাক্স মনে করে পাশের পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ এসে বাক্সটি খুলে দেখে, সেখানে আছে পাউডার। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন কাফকো ও টানেল প্রকল্পের প্রবেশমুখে কাঠের একটি বাক্স দেখতে পান। তাঁদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত পাউডার ছাড়া আর কিছু নেই বাক্সে। এই পাউডার সামুদ্রিক জাহাজে আগুন লাগলে আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমরা উদ্ধার হওয়া পাউডারের জব্দ তালিকা তৈরি করেছি। পাউডারের বাক্সটি সেখানে কীভাবে এল, আমরা তা খতিয়ে দেখছি। এ ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবে।’