বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কাউবাড়ি এলাকায় সীমান্ত পিলার ১১৭১-এ এই ঘটনা ঘটে।

আটক করে নিয়ে যাওয়া ব্যক্তির নাম সাংমা প্রু (৩৫)। তিনি কাউবাড়ি গ্রামের ফ্রেমান্ট হাচ্ছার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে কাউবাড়ি এলাকার সাংমা প্রুর এক আত্মীয়ের একটি গরু ভারতীয় সীমান্তে চলে যায়। তিনি ওই গরু আনতে ১১৭১ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করেন। এ সময় বিএসএফ তাঁকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে লেঙ্গুরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম বলেন, ‘সাংমা প্রুকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলেছে।’