সেই পিটুনির ঘটনায় আটক ৩

সম্ভু হাওলাদারের (৩৮) পিঠে নির্যাতনের চিহ্ন। প্রথম আলো ফাইল ছবি
সম্ভু হাওলাদারের (৩৮) পিঠে নির্যাতনের চিহ্ন। প্রথম আলো ফাইল ছবি

টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জেলে সম্ভু হাওলাদারকে পিটুনির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীমুখ গ্রামের রাসেল মিয়া (২৭), একই গ্রামের মোনারুল ইসলাম (২৮) ও অনু মিয়া (৩৫)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, সম্ভু হাওলাদারকে মারধরের ঘটনায় একটি মামলা হবে। এ পর্যন্ত ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদের আটকে পুলিশের কয়েকটি দল কাজ করছে।

এর আগে সম্ভু হাওলাদার অভিযোগ করেন, গোবিন্দগঞ্জ উপজেলার একাধিক সরকারি জলাশয় ইজারা দেওয়া নিয়ে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে সম্ভু হাওলাদার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জাল যার জলাভূমি তার’ স্লোগান এখন পরিবর্তন হয়েছে। এখন ‘ক্ষমতা যার জলা তার’। তিনি কেন এই সাক্ষাৎকার দিয়েছেন, এ কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুর্বৃত্তরা মারধর করে।