গ্রেপ্তার চার জঙ্গির মধ্যে শীর্ষ পর্যায়ের নেতা: র‍্যাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। তারা বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জঙ্গি সংগঠনটির শীর্ষ পর্যায়ের এক নেতা রয়েছেন।

আজ সোমবার সকাল র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় চারজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে গতকাল রোববার মধ্যরাতে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাইফুল ইসলাম সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা।

মোজাম্মেল হক বলেন, সাইফুল আগে হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর আগে তিনি আনসার আল ইসলামে যোগ দেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানোর কথা র‍্যাবের।