নারীকে হত্যার দায়ে স্বামী ও সতিনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যার দায়ে তাঁর স্বামী সবুজ মণ্ডল (৪০) ও সতিন রোখসানা বেগমকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম আজ সোমবার বেলা তিনটার দিকে এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট সবুজ মণ্ডল ও তাঁর দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম আসিয়াকে মারধর করেন। একপর্যায়ে ওই দুজন আসিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আসিয়ার ভাই আবদুল মোত্তালিব বাদী হয়ে গাবতলী মডেল থানায় সবুজ মণ্ডল, রোখসানা বেগমসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। গাবতলী মডেল থানার পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই মামলায় দুজনের সাজা হলেও বাকি দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আশেকুর রহমান সুজন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হাতেম উদ্দিন।