সীমান্তে নাইজেরিয়ার দুই নাগরিক আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় নাইজেরিয়ার দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বেলা পৌনে একটার দিকে উপজেলার নলগরিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দানিয়েল চিকামছো চুকয়ু (২৭) ও চিগোজি জোসেফাত আপোতাজি (২৬)।

বিজিবি ২৫ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নাইজেরিয়ার দুই নাগরিক বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্ত ফাঁড়ি দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছেন—এমন গোপন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবির সিঙ্গারবিল সীমান্ত ফাঁড়ির টহল সদস্যরা দুপুরে ওই দুজনকে আটক করে। আটক দুজনের কাছে নাইজেরিয়ার পাসপোর্ট আছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম বলেন, আটক নাইজেরিয়ার দুজন নাগরিকের একজনের বাংলাদেশি ভিসার মেয়াদ ১৫ অক্টোবর শেষ হয়েছে। আরেকজনের মেয়াদ আগামী বছরের ১ জানুয়ারি শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় ওই দুজনকে বিজয়নগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।