দায়িত্বে অবহেলায় বিমানের গ্রাউন্ড সুপারভাইজার সাময়িক বরখাস্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া ওই গ্রাউন্ড সুপারভাইজারের নাম কাজী গিয়াস উদ্দিন।

বিমানের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ৬টা থেকে ২টা পর্যন্ত গিয়াসের দায়িত্ব ছিল ব্যাগেজ সার্ভিস ইউনিটে। তবে তিনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যাগেজ শাখার পরিবর্তে ভোর ৫টা ৪৪ থেকে চেক ইন শাখায় ডিউটি করেন। তাঁর চেকিং করা চারজন যাত্রীকে পরে মালয়েশিয়াগামী ফ্লাইট থেকে নামিয়ে আনেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গিয়াসের এমন আচরণ বিমানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করেছে। এ ধরনের আচরণ বিমানের চাকরির বিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য বিমান কর্মচারী প্রবিধান অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।