সাভারে গাছ কেটে দেওয়া সেই নারীকে আটক

সাধের বাগানের গাছের এমন পরিণতি দেখে মন খারাপ রত্না হাবিবের। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সাধের বাগানের গাছের এমন পরিণতি দেখে মন খারাপ রত্না হাবিবের। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার

ঢাকার অদূরে সাভারের একটি বাড়ির ছাদ বাগানের গাছ কেটে দেওয়ার অভিযোগে খালেদা আক্তার নামের একজনকে আটক করা হয়েছে। সাভার থানা-পুলিশ আজ বুধবার সকালে তাঁকে আটক করে।

ছাদবাগানের কেটে ফেলা গাছে ধরেছিল নানা সবজি। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ছাদবাগানের কেটে ফেলা গাছে ধরেছিল নানা সবজি। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর গাছকাটার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ধারণ করে ফেসবুকে দেন লালমাটিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া হাবিব। আজ সকালে সাভারের সিআরপি রোডে ওই বাড়ির ছাদে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী হাকিম ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।

ছাদবাগানের কেটে ফেলা গাছ। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ছাদবাগানের কেটে ফেলা গাছ। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার

ফেসবুকে ভিডিও আপলোড করা সুমাইয়া হাবিব বলেন, ওই ভবনের ষষ্ঠ তলায় তাদের দুটি ফ্ল্যাট আছে। গাছপালার শখ থেকে তিনি ও তাঁর মা রত্না হাবিব ছাদে বাগান করেন। কিন্তু তাদের বাগানের বিষয়টি ভালো লাগেনি আরেক ফ্ল্যাটের মালিক খালেদার। তিনি সেগুলো কেটে দেন। গাছ কেটে দেওয়ার এই দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে আপলোড করেন।

ছাদবাগানের কেটে ফেলা গাছ। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ছাদবাগানের কেটে ফেলা গাছ। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার

এদিকে গ্রীনসেভার্স নামের একটি সংগঠনের সভাপতি আহসান রনি ছাদ বাগানের মালিক রত্না হাবিবের হাতে ১০টি গাছের চারা তুলে দেন।

ছাদবাগানের গাছ কেটে লন্ডভন্ড করেছেন খালেদা আক্তার নামের এক ফ্ল্যাট মালিক। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ছাদবাগানের গাছ কেটে লন্ডভন্ড করেছেন খালেদা আক্তার নামের এক ফ্ল্যাট মালিক। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
গ্রীনসেভার্স নামের একটি সংগঠন ছাদ বাগানের মালিক রত্না হাবিবের হাতে ১০টি গাছের চারা তুলে দেয়। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার
গ্রীনসেভার্স নামের একটি সংগঠন ছাদ বাগানের মালিক রত্না হাবিবের হাতে ১০টি গাছের চারা তুলে দেয়। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকার