'কামড় দেওয়া লাগে না, নখের আঁচড়েই দুর্নীতিবাজেরা ক্ষতবিক্ষত হয়'

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান। ছবি: দুদকের সৌজন্যে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খান। ছবি: দুদকের সৌজন্যে

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এখন আর কেউ দন্তহীন বাঘ বলার সাহস পায় না। এর কামড় দেওয়া লাগে না। নখের আঁচড়েই দুর্নীতিবাজেরা ক্ষতবিক্ষত হচ্ছে। সাধারণ মানুষের উপকারের জন্যই দুদক এত কঠোর হচ্ছে। এসব মন্তব্য দুদক কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের।

আজ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা নিয়ে অনুষ্ঠিত গণশুনানিতে দুদক কমিশনার এসব কথা বলেন।

দুদক কমিশনার মোজাম্মেল বলেন, ‘এই এলাকায় জমিজমাসংক্রান্ত অপরাধই বেশি। জমিজমার অপরাধের সঙ্গে যে বা যেসব কর্তাব্যক্তি জড়িত আছেন, তাঁরা সাবধান হোন। কেউই ছাড় পাবেন না। আমাদের এই বার্তাকে কথার হুংকার মনে করবেন না। ভুল করলে চড়া মূল্য দিতে হবে। মনে রাখবেন, দুর্নীতিসংক্রান্ত অপরাধ কখনোই তামাদি হয় না। আমরা সরকারের ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি বাস্তবায়ন করবই। এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।’

মোজাম্মেল খান বলেন, সরকারি কর্মকর্তারা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষ দাবি করলে কমিশনকে জানালে কমিশন ফাঁদ পেতে এঁদের গ্রেপ্তার করবে।

গণশুনানিতে উপজেলা পোস্ট অফিস, উপজেলা পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাবরেজিস্ট্রারের কার্যালয়, প্রাণিসম্পদ বিভাগ, নির্বাচন কমিশন, আনসার ও ভিডিপি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ভূমি হুকুমদখল কার্যালয়ের বিভিন্ন অনিয়ম, সেবা প্রদানে দীর্ঘসূত্রতা ও হয়রানির প্রায় ১১০টি অভিযোগ উত্থাপিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি আবদুল গনির বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে বদলির নির্দেশ দেন দুদক কমিশনার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল গনিকে সাত দিনের মধ্যে বদলি করবেন মর্মে প্রকাশ্যে অঙ্গীকার করেন। এ ছাড়া পল্লী বিদ্যুৎ, ভূমিসহ অধিকাংশ অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন কমিশনার। বেশ কিছু অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিও করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ কে এম সফিউল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিমউদ্দীন, পুলিশ সুপার হারুন অর রশীদ, দুদক পরিচালক মো. আক্তার হোসেন প্রমুখ।