বন্ধ হলো রাজধানীর 'রাজমণি'

>রাজধানীর কাকরাইলে রাজমণি সিনেমা হল প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালের ৩ মার্চ। কামাল আহমেদ পরিচালিত ‘লালু ভুলু’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে চালু হয়েছিল এই হল। ১২ অক্টোবর শাকিব-ববি জুটির ‘নোলক’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে থেমে গেল রাজমণির কার্যক্রম। এখানে ২২ তলা বাণিজ্যিক ভবন হবে। প্রস্তাবিত ভবনে কোনো রকমের সিনেপ্লেক্স বা চলচ্চিত্র প্রদর্শনের কোনো ব্যবস্থা থাকবে না, থাকবে শুধু বাণিজ্যিক বিতান, অফিস। সাম্প্রতিক ছবি।
ভেঙে ফেলা হবে রাজমণি হলের ওই ভবনটি
ভেঙে ফেলা হবে রাজমণি হলের ওই ভবনটি
দর্শকের পদচারণে আর মুখরিত হবে না রাজমণি
দর্শকের পদচারণে আর মুখরিত হবে না রাজমণি
রুপালি পর্দায় আর ভেসে উঠবে না চলচ্চিত্রের দৃশ্য
রুপালি পর্দায় আর ভেসে উঠবে না চলচ্চিত্রের দৃশ্য
কেটে ফেলা হচ্ছে হলের আসনগুলো
কেটে ফেলা হচ্ছে হলের আসনগুলো
সরিয়ে ফেলা হচ্ছে সিনেমার ফেস্টুন
সরিয়ে ফেলা হচ্ছে সিনেমার ফেস্টুন
হল থেকে সরিয়ে ফেলা হচ্ছে ফিল্মের রিল
হল থেকে সরিয়ে ফেলা হচ্ছে ফিল্মের রিল
হল থেকে বের করে নেওয়া হচ্ছে আসবাব
হল থেকে বের করে নেওয়া হচ্ছে আসবাব
হলের পর্দায় পড়েছে ছায়া
হলের পর্দায় পড়েছে ছায়া
দর্শকশূন্য সিনেমা হল
দর্শকশূন্য সিনেমা হল
পড়ে আছে সিনেমার ফিল্ম
পড়ে আছে সিনেমার ফিল্ম
রাজমণিতে এমন করে আর দেখা হবে না সিনেমা
রাজমণিতে এমন করে আর দেখা হবে না সিনেমা