চিলের ঝাঁক

শুকনো মৌসুমে সিলেটে সুরমা নদীর পানি কমতে শুরু করছে। নদীর স্রোতহীন শান্ত জলের ওপর খাবারের খোঁজে উড়ছে চিল। মাছ দেখলেই পানিতে ঝাঁপ আর ছোঁ। ছবিগুলো সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে তোলা।
নৌযানকে ঘিরে চিলগুলো উড়ছে
নৌযানকে ঘিরে চিলগুলো উড়ছে
শাঁ করে নেমে আসছে শিকারের দিকে
শাঁ করে নেমে আসছে শিকারের দিকে
স্থির ডানায় উড়ে যাচ্ছে চিল
স্থির ডানায় উড়ে যাচ্ছে চিল
খাবারের খোঁজে ভেসে বেড়ানো
খাবারের খোঁজে ভেসে বেড়ানো
নদী–হাওর–বাঁওড়ে মাছ আর জলজ প্রাণী শিকার করে চিল
নদী–হাওর–বাঁওড়ে মাছ আর জলজ প্রাণী শিকার করে চিল
পানিতে কী ভাসছে—কৌতূহলী এক চিল
পানিতে কী ভাসছে—কৌতূহলী এক চিল
শিকারের দেখা মিলেছে
শিকারের দেখা মিলেছে
পানিতে ঝাঁপিয়ে পড়া
পানিতে ঝাঁপিয়ে পড়া