টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার হাতিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা-বঙ্গবন্ধু সেতুর আগে রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন এস এম রোকনুজ্জামান (৪৮) ও রবীন্দ্রনাথ (৫২)। রোকনুজ্জামান কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। রবীন্দ্রনাথ কালিহাতীতে একটি ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গতকাল রাতে রোকনুজ্জামান রবীন্দ্রনাথকে নিয়ে উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় একটি বাড়িতে গবাদিপশুর চিকিৎসা দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রেললাইনের ওপর উঠলে উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুই আরোহী ট্রেনলাইনের ওপর ছিটকে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে নিহত দুজনের লাশ নিয়ে গেছেন।