বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রহবল নামক স্থানে যাত্রীবাহী একটি নৈশকোচ খাদে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি ঠাকুরগাঁও থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় রহবল এলাকায় বাসটি খাদে পড়ে যায়।

সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা গেছেন শাবনূর (২২) ও তাঁর সন্তান মঞ্জিলা (২)। শাবনূরের স্বামীর নাম মনোয়ার হোসেন। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও সদরে। এ ঘটনায় দিনাজপুরের আল আমিনের শিশুপুত্র মেহেদী (৩) মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত আহত লোকজনকে উদ্ধারের ব্যবস্থা নেয়। আহত ব্যক্তিরা বগুড়ার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি রয়েছেন।