কয়লাখনির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

বড়পুকুরিয়া কয়লাখনির নতুন অফিস ভবনের ছাদ আজ রোববার বিকেল পাঁচটার দিকে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বড়পুকুরিয়া খনি–সংলগ্ন এলাকার গোলাপের ছেলে আকাশ (১৮) ও চৌহাটি গ্রামের গেকু চন্দ্র বর্মণের ছেলে প্রশান্ত বর্মণ (১৬)। ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এ ঘটনায় উদ্ধার অভিযান চালায়।

আহত ব্যক্তিদের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত সবারই বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানা গেছে।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, নির্মাণাধীন ওই ভবনের ছাদ ধ্বসে দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হন। শ্রমিকেরা সবাই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন।