ছাগী নয় পাঁঠা দিচ্ছে দুধ

অবিশ্বাস্য হলেও সত্য। ছাগীর মতো পাঁঠাও দুধ দিচ্ছে। বিরল এ ঘটনা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার। রশিদপুর মোলান বাজারের বাসিন্দা লাল বাবু সরকারের প্রজনন খামারের একটি পাঁঠা দুধ দিচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন পাঁঠা দেখতে ভিড় করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাকিম বলছেন, পাঁঠা দুধ দিচ্ছে। এটি অবিশ্বাস্য হলে সত্য ঘটনা। হরমনজনিত সমস্যার কারণে এ রকম হতে পারে। তবে এটা বিরল ঘটনা।

গতকাল রোববার সরেজমিন গিয়ে দেখা গেছে, রশিদপুর মোলান বাজারে পৌঁছার আগেই সড়কের পাশে অনেকগুলো পাঁঠা রাখা। সেখানে দুধ দেওয়া সেই পাঁঠাটিও ছিল। এটি দেখতে লোকজন ভিড় করছেন। লোকজনের অনুরোধে পাঁঠার মালিক পাঁঠা থেকে দুধ বের করে দেখাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রজনন খামারের মালিক লাল বাবু সরকার (৪৫)। তাঁর বাপ-দাদার আমল থেকে প্রজনন খামারটি রয়েছে। লাল বাবুর প্রজনন খামারে নয়টি পাঁঠা রয়েছে। এর মধ্যে পঙ্খীরাজ নামে একটি পাঁঠার এক বছর আগে শারীরিক পরিবর্তন দেখা দেয়। পাঁঠাটির ছাগীর মতো স্তন বড় হতে শুরু করে। লাল বাবু সরকার ছয় মাস আগে একদিন হঠাৎ করেই তাঁর পঙ্খীরাজ পাঁঠার স্তন থেকে দুধ বের করেন। এরপর ঘটনাটি ছড়িয়ে পড়ে। এখন প্রতিদিন দূরদূরান্ত থেকে লোকজন পাঁঠাটি দেখতে আসছেন। অনেকেই পাঁঠার দুধ সংগ্রহ করছেন।

পাঁঠার মালিক লাল বাবু বলেন, দু-এক দিন পর পাঁঠা থেকে আধা লিটার দুধ পাওয়া যাচ্ছে। পাঁঠার দুধ ছাগীর দুধের চেয়ে অনেক মিষ্টি। অনেকে পাঁঠার দুধ নিয়ে যাচ্ছেন।