তথ্য গোপন করলে গুজব ডালপালা ছড়ায়: প্রধান তথ্য কমিশনার

সুনামগঞ্জে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জন-অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। ছবি: প্রথম আলো
সুনামগঞ্জে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জন-অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। ছবি: প্রথম আলো

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য গোপন করলে গুজব ডালপালা ছড়ায়। তাই তথ্য গোপন করা যাবে না। সরকারি কর্মকর্তারা হচ্ছেন জনগণের সেবক। সেবকদের তথ্যের ডালি নিয়ে বসে থাকলে চলবে না, জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে হবে।

সুনামগঞ্জে জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে জন-অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মরতুজা আহমদ এসব কথা বলেছেন। আজ সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

ইউনিয়ন পরিষদ থেকে জেলা পর্যায়ে সব সরকারি দপ্তরে তথ্য উন্মুক্ত রাখার তাগিদ দিয়ে মরতুজা আহমদ বলেছেন, সরকার যেখানে এক টাকাও ব্যয় করবে, সেখানে তার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে অনেক উন্নয়ন হচ্ছে। দুর্নীতির কারণে এসব উন্নয়ন-অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না।

মরতুজা আহমদ বলেন, উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, দুটি পদ্ধতির মাধ্যমে তথ্য গ্রহণ করতে পারবেন। এর একটি হলো, প্রতিষ্ঠান নিজে থেকেই তথ্য জনগণকে অবহিত করবে। অন্যটি হলো, কোনো ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে তথ্য পেতে পারেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য কমিশনের উপপরিচালক এ কে এম তারিকুল আলম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে প্রমুখ।