রিমান্ড শেষে কারাগারে কাউন্সিলর হাবিবুর রহমান

পাঁচ দিনের রিমান্ড শেষে হাবিবুর রহমান ওরফে মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৯ অক্টোবর। ছবি: শিমুল তরফদার
পাঁচ দিনের রিমান্ড শেষে হাবিবুর রহমান ওরফে মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৯ অক্টোবর। ছবি: শিমুল তরফদার

শ্রীমঙ্গল থানায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার মৌলভীবাজার আদালতে হাজির করা হলে বিচারক কাউন্সিলর হাবিবুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে র‌্যাবের করা মামলায় মৌলভীবাজার আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী ২৪ অক্টোবর হাবিবুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুছ ছালেক প্রথম আলোকে বলেন, ‘পাঁচ দিনের রিমান্ডে আমরা অনেক তথ্য পেয়েছি। সেগুলো যাচাই–বাচাই শেষে প্রতিবেদন দেব।’

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের গুহ রোডের একটি বাসা থেকে ক্যাসিনো কারবার ও দুর্নীতিতে অভিযুক্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুরকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। আটকের সময় তাঁর কাছে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪টি গুলি, একটি ম্যাগাজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে হাবিবুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। সেই মামলায় তাঁকে ২৪ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় রিমান্ডে আনা হয়।