পড়ানোর সময় মৃত্যুর কোলে প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক জিয়াউল হক (৫১) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। চেয়ারে বসেই পড়াচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়লেন। শিক্ষার্থীদের চিৎকারে ছুটে আসেন অন্য শিক্ষকেরা। দেখেন, অচেতন হয়ে পড়ে আছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এর আগেই তাঁর মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার রায় বলেন, ‘হেড স্যার পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদানকালে ক্লাসেই অসুস্থ হয়ে ঢলে পড়েন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। আমরা তাকে বাঁচাতে পারিনি।’

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) গোলাম নবী বলেন, ‘ঘটনাটি শোকাবহ, দুঃখজনক। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’