সরকারি দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী জেলা পরিষদের সাবেক ও বর্তমান দুই সহকারী প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন নোয়াখালী জেলা পরিষদের বর্তমান উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী আফসার হোসেন খন্দকার (বর্তমানে এলজিইডি, ময়মনসিংহ সদরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত) ও জেলা পরিষদের ঠিকাদার রিয়াজ উদ্দিন।

সুবেল আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১৬-১৭ অর্থবছরে দুই প্রকৌশলী ও ঠিকাদার পরস্পর যোগসাজশে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া কলেজ ও শিবরামপুর-নারায়ণপুর সড়ক উন্নয়নকাজের ভুয়া পরিমাপ করে বহি তৈরি করেন। তাঁরা দরপত্রের শিডিউল ও ডিজাইন মোতাবেক কাজ না করে প্রকল্পের ১ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ অনিয়মের বিষয়ে দুদকে অভিযোগ দায়ের হওয়ার পর দীর্ঘ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অথচ তাঁরা খরচ দেখিয়েছেন প্রায় ৯ লাখ টাকা।