রিফাত হত্যা মামলার কিশোর আসামির জামিন আবেদন

রিফাত শরীফ। ফাইল ছবি
রিফাত শরীফ। ফাইল ছবি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

জামিনের আবেদনকারী ওই মামলার অভিযোগপত্রে ৮ নম্বর আসামি। নিম্ন আদালতে জামিন চেয়ে আবেদন করলে গত ১৫ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে ২৭ অক্টোবর হাইকোর্টে আবেদন করে সে।

আবেদনটি আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে বলে জানান তার আইনজীবী মো. ছগির হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, আসামি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বয়স ১৪ বছর। সে শিশু। এসব যুক্তিতে জামিন আবেদনটি করা হয়।

এর আগে ৫ জুলাই রিফাত হত্যা মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করেন সন্ত্রাসীরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দিন বিকেলে মারা যান রিফাত শরীফ। পরের দিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।