প্রধানমন্ত্রীকে হুমকির মামলায় বিএনপি নেতা গিয়াসের কারাদণ্ড

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সায় এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী গত ৩০ মে আদালতে এই মামলা করেন। এতে বলা হয়, গত ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। বর্তমানে জামিনে গিয়ে পলাতক আছেন গিয়াস কাদের চৌধুরী।

বাদীর আইনজীবী সালামত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় আদালত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় রায় দিয়েছেন। তবে গিয়াসের আইনজীবীরা ঘটনার পর থেকে দাবি করে আসছেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।