ঢাকায় অস্ত্র-গুলিসহ জেএমবির সন্দেহভাজন দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর রূপনগর থানার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গতকাল মঙ্গলবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, উগ্রবাদী বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন শাহজালাল (৩৫) ও মো. শামিম (৩০)।

র‍্যাব–৪ বলছে, শাহজালাল ও শামিমের কাছ থেকে একটি পিস্তল, একটি শটগান, দুটি গুলি, উগ্রবাদী ৫টি বই ও ১২টি প্রচারপত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অভিযান) সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহজালাল ও শামিম রোহিঙ্গাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেছেন। তাঁদের প্রশিক্ষণও দিয়েছেন। তাঁরা রোহিঙ্গাদের দেওয়ার জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় রাজধানীর রূপনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব-৪।