সাকিবকে শিগগিরই মাঠে ফিরিয়ে আনার দাবি মাগুরাবাসীর

‘হারেনি সাকিব আল হাসান, হেরেছে ক্রিকেট’-এই স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিল এক খুদে সাকিব-ভক্ত। সাকিব আল হাসানের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তাঁর নিজ শহর মাগুরার কলেজ রোডে আজ বুধবার বেলা ১১টায় ‘মাগুরাবাসীর’ ব্যানারে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে সাদমান সামি নামের এক শিশুও অংশ নেয়।

মাগুরাবাসীর দাবি, দেশের ক্রিকেটের স্বার্থে শিগগিরই ২২ গজে ফিরিয়ে আনা হোক তাঁদের ঘরের ছেলেকে।

অনৈতিক প্রস্তাব পাওয়ার পরও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

গতকাল সন্ধ্যায় নিষেধাজ্ঞার খবর প্রকাশের পরই মাগুরায় শুরু হয় প্রতিক্রিয়া। রাতেই হয়েছে বিক্ষোভ মিছিল।

মানববন্ধনে আজ বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সময়ের এক দাবি, সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’, ‘উই স্ট্যান্ড উইথ সাকিব, বিকজ হি ইজ দ্য ব্র্যান্ড অব বাংলাদেশ ক্রিকেট’, ‘সুসময় দুঃসময় মাগুরাবাসী তোমার সঙ্গেই আছে’, ‘সাকিবকে ছাড়া ক্রিকেট ভাবতেই পারি না’, ‘ক্রিকেট মানেই সাকিব, সাকিব মানেই বাংলাদেশ’, ‘লঘু পাপে গুরু দণ্ড মানি না’।

মানববন্ধনে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল। কলেজ রোড, মাগুরা, ৩০ অক্টোবর। ছবি: কাজী আশিক রহমান
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল। কলেজ রোড, মাগুরা, ৩০ অক্টোবর। ছবি: কাজী আশিক রহমান

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মেহেদী হাসান উজ্জ্বল বলেন, ‘আমাদের কখনোই মনে হয়নি সাকিব এমন কোনো আচরণ করেছেন, যা ক্রিকেট বা দেশের জন্য ক্ষতিকর। শুধু মাগুরাবাসী হিসেবে বলছি না, সাকিবকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের জন্য। মাগুরাবাসীর পক্ষে আমরা আইসিসির এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনার দাবি জানাচ্ছি।’

সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান রনি বলেন, ‘সাকিব আল হাসানের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট একটি নতুন যুগে প্রবেশ করেছে। তিনি এখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থায় আছেন। এই মুহূর্তে তাঁর মাঠের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি। তাই মাগুরাবাসীর দাবি, সাকিবের শাস্তি পুনর্বিবেচনা করা হোক।’

স্থানীয় ক্রীড়া সংগঠকদের একজন বারিক আনজাম বার্কি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব। শুধু মাগুরা নয়, দেশের ১৬ কোটি মানুষ সাকিবের দিকে তাকিয়ে থাকে। আমরা আশা করব, বিসিবি ও সংশ্লিষ্ট সবাই এ বিষয় বিবেচনায় নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা করে সাকিবকে শিগগিরই বাইশ গজে ফিরিয়ে আনার চেষ্টা করবে।’

‘হারেনি সাকিব আল হাসান, হেরেছে ক্রিকেট’—লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে এক শিশু। কলেজ রোড, মাগুরা, ৩০ অক্টোবর। ছবি: কাজী আশিক রহমান
‘হারেনি সাকিব আল হাসান, হেরেছে ক্রিকেট’—লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে এক শিশু। কলেজ রোড, মাগুরা, ৩০ অক্টোবর। ছবি: কাজী আশিক রহমান

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, ‘আমরা ক্রিকেট খেলা দেখি, সাকিব আল হাসানের জন্য। তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যদি শিগগিরই মাঠে ফিরিয়ে আনা না হয়, তাহলে হয়তো ভবিষ্যতে ক্রিকেট খেলাই দেখব না।’

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এ সময় সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।