রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুর মৃত্যু

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের স্বজনের আহাজারি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের স্বজনের আহাজারি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশু মারা গেছে।

আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের স্বজনের আহাজারি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত শিশুদের স্বজনের আহাজারি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. রাসেল প্রথম আলোকে বলেন, রূপনগরের ১১ নম্বর সড়কে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এটি বাসা-বাড়িতে ব্যবহারের সিলিন্ডার নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে চার শিশুর লাশ উদ্ধার করে। এ ছাড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া স্থানীয়রা বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।