খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ধানমন্ডি, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: পিআইডি
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ধানমন্ডি, ঢাকা, ৩০ অক্টোবর। ছবি: পিআইডি

বিএনপি রাজনৈতিক দৈন্য দশায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, দলটি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অপরাজনীতি করছে।

আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠকপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ। আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হয়।

তথ্যমন্ত্রী বলেন, মানুষ রাজনীতি করে দেশ ও জনগণের জন্য। আর বিএনপি রাজনীতি করছে খালেদা জিয়াকে নিয়ে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি ও মাদকবিরোধী অভিযান শুরু করেছেন। এটা অব্যাহত থাকবে। অপরাধী যে দলেরই হোক, তারা ছাড়া পাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তির বিষয়টি ক্রীড়া অঙ্গনের বিষয়। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তাঁর শাস্তিটা বেশি হয়ে গেছে।’

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার-প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপকমিটির সদস্য কাসেম হুমায়ুন, আব্দুস শুকুর ইমন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।