মোটরসাইকেলের বৈধ চালকেরা পেলেন হেলমেট ও ফুল

মোটরসাইকেলের বৈধ কাগজপত্রধারী চালকদের বিনা মূল্যে হেলমেট দিচ্ছেন এসপি মোহাম্মদ সালাম কবির। জিরো পয়েন্ট, জয়পুরহাট, ৩০ অক্টোবর। ছবি: প্রথম আলো
মোটরসাইকেলের বৈধ কাগজপত্রধারী চালকদের বিনা মূল্যে হেলমেট দিচ্ছেন এসপি মোহাম্মদ সালাম কবির। জিরো পয়েন্ট, জয়পুরহাট, ৩০ অক্টোবর। ছবি: প্রথম আলো

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র আছে—এমন চালকদের বিনা মূল্যে হেলমেট ও রজনীগন্ধা ফুল উপহার দিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির। আজ বুধবার সকালে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে এক অনুষ্ঠান এই উপহার দেওয়া হয়। জয়পুরহাট জেলা ট্রাফিক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন জয়পুরহাট শহরে অসংখ্য মোটরসাইকেল চলাচল করে। বেশি ভাগ মোটরসাইকেলের ও চালকের বৈধ কাগজপত্র আছে। তবে হেলমেট ব্যবহারে তাঁদের অনীহা আছে। দুর্ঘটনা থেকে একজন চালককে হেলমেট সুরক্ষা দেয়। তাই হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে মোটরসাইকেল চালকের বিনা মূল্যে হেলমেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য মোটরসাইকেলচালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরে বিনা মূল্যে হেলমেট বিতরণ করা হয়।

সুরুজ মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘আমি দীর্ঘদিন মোটরসাইকেল চালাচ্ছি। আমার মোটরসাইকেলের সব কাগজপত্র ঠিক আছে। তবে হেলমেট কেনা হয়নি। আজ জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেট ও ফুল উপহার পেয়েছি।’

জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির বলেন, ‘মোটরসাইকেলচালকদের জন্য হেলমেট অপরিহার্য। আমরা অর্ধশত মোটরসাইকেলচালককে বিনা মূল্যে হেলমেট দিয়েছি।’