দুর্বৃত্তের আগুনে পুড়ল চার শতাধিক হাঁসের বাচ্চা

খামারে আগুন দেয় দুর্বৃত্তরা। আমতলী, বরগুনা। ছবি: সংগৃহীত
খামারে আগুন দেয় দুর্বৃত্তরা। আমতলী, বরগুনা। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামে মজুমদার হাঁসের খামারে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাইয়াপাড়া গ্রামের সুদীপ্ত মজুমদার দেড় মাস আগে একটি হাঁসের খামার দেন। ওই খামারে এক হাজার ২০০ হাঁসের বাচ্চা লালন পালনের জন্য আনা হয়। খামার দেখাশোনা করেন খামার মালিক সুদীপ্ত মজুমদারের ভাতিজা রিগেন মজুমদার। মঙ্গলবার রাতে খামারে তত্ত্বাবধায়ক রিগেন তাঁর দুই শিশুপুত্র হৃদয় ও জয়ন্তকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা খামারে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে রিগেনের ঘুম ভেঙে যায়। পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খামারের বাচ্চা রাখার খাঁচা ও চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে যায়। এ ঘটনায় খামার মালিকের মেজো ভাই নিরাঞ্জন মজুমদার বুধবার আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রিগেন মজুমদার বলেন, ‘আমার দুই ছেলেকে নিয়ে রাতে খামারে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। পরে আমার চিৎকার এলাকার লোকজন ছুটে আগুন নেভায়।’ তিনি বলেন, ‘টের না পেলে হাঁসের বাচ্চার সঙ্গে আমরাও পুড়ে মারা যেতাম।’

খামার মালিক সুদীপ্ত মজুমদার বলেন, ‘আমার খামারের ক্ষতি করার জন্য দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে চার শতাধিক হাঁসের বাচ্চা পুড়ে গেছে। আমি এই ঘটনার বিচার চাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।