হাসপাতালে চিকিৎসাধীন আসামির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশ পাহারায় চিকিৎসাধীন থাকার ২০ দিন পর মাদক মামলায় আমিনুল ইসলাম (৩০) নামের এক আসামি মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমিনুলের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মুগদা থানা সূত্র জানায়, গত ১০ অক্টোবর র‍্যাব সদস্যরা হাজীপাড়ায় মাদক ব্যবসায়ী আমিনুলের বাসায় অভিযান চালায়। একপর্যায়ে আমিনুল ওই বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়লে তার একটি পা ভেঙে যায়। পরে আমিনুলের তথ্যের ভিত্তিতে তাঁর বাসা থেকে ইয়াবা উদ্ধার করে র‍্যাব। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করা হয়েছিল। আহত আমিনুলকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমিনুলের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।