ইলিশ ধরার প্রস্তুতি

এখন ইলিশ ধরার মৌসুম। ইলিশ ধরে সমুদ্র থেকে ফিরেছেন জেলেরা। মাছ বিক্রিও করেছেন। এখন আবার সমুদ্রে যাওয়ার পালা। কিন্তু হঠাৎ আবহাওয়া বেঁকে বসেছে। বৈরী আবহাওয়ার কারণে জেলেদের পাড়ে অপেক্ষা করতে হচ্ছে। এই ফাঁকে জাল মেরামত করে নিচ্ছেন তাঁরা। বৃষ্টির মধ্যেই চলছে জাল মেরামতের কাজ। ছবিগুলো আজ শনিবার চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা।

গায়ে লাল পলিথিন জড়িয়ে জেলেরা নেমে পড়েছেন জাল ঠিক করার কাজে।
গায়ে লাল পলিথিন জড়িয়ে জেলেরা নেমে পড়েছেন জাল ঠিক করার কাজে।
আবহাওয়া অনুকূলে এলেই এই জেলেরা নেমে পড়বেন সমুদ্রে।
আবহাওয়া অনুকূলে এলেই এই জেলেরা নেমে পড়বেন সমুদ্রে।
যেকোনো সময় মাছ ধরতে ঝাঁপিয়ে পড়তে হতে পারে। তাই অবিরাম কাজ করে যাচ্ছেন জেলেরা।
যেকোনো সময় মাছ ধরতে ঝাঁপিয়ে পড়তে হতে পারে। তাই অবিরাম কাজ করে যাচ্ছেন জেলেরা।
জালটি হওয়া চাই নিখুঁত।
জালটি হওয়া চাই নিখুঁত।
পাড়েই বাঁধা আছে ইলিশ মাছ ধরার সাম্পানগুলো।
পাড়েই বাঁধা আছে ইলিশ মাছ ধরার সাম্পানগুলো।
সাম্পান-ভর্তি মাছ ধরার আশা জেলেদের।
সাম্পান-ভর্তি মাছ ধরার আশা জেলেদের।