বাল্যবিবাহ বন্ধ করে খাবার দেওয়া হলো এতিমখানায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মামাবাড়িতে লুকিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়েটি বন্ধ করা হয়। এরপর মেয়ের মা ও মামাকে করা হয়েছে আর্থিক জরিমানা। সেই সঙ্গে বিয়ের আয়োজনে অতিথিদের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল, তা দেওয়া হয়েছে স্থানীয় এক এতিমখানায়। আজ বৃহস্পতিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস বলেন, তথ্য আপার মাধ্যমে তাঁরা খবর পান, এক গ্রামে বাল্যবিবাহের আয়োজন চলছে। পরে আজ দুপুরে তাঁরা সেখানে যান। মেয়ের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। ১৬ বছরের এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার মামাবাড়িতে আনা হয়েছিল। পরে তাঁরা বিয়েটি বন্ধ করে দেন। বাল্যবিবাহের আয়োজন করায় মেয়ের মা ও মামাকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না—এই মর্মে তাঁদের মুচলেকা নেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য তৈরি করা খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।