ঢাকায় কিশোর আলোর জন্মদিনের জমজমাট উৎসব

শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: আবদুস সালাম
শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: আবদুস সালাম

ঢাকায় আজ শুক্রবার বসেছে কিশোর আলোর জন্মদিনের উৎসব লাভেলো কিআনন্দ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সকালে অনুষ্ঠানটি শুরু হয়েছে। কেবল নিবন্ধিতদের অংশগ্রহণে চলছে অনুষ্ঠানটি। নিবন্ধন নেই এমন কাউকে অনুষ্ঠানস্থলে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।

লেখালেখি, ভাষা, গণিত, সংগীত, চলচ্চিত্র, ফটোগ্রাফি, পেশা, দক্ষতা প্রভৃতি নিয়ে দিনব্যাপী চলবে নানা কর্মশালা। থাকছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন তারকারা।

সারা দিনের অনুষ্ঠানে শিল্পী, তারকা ও গুণীজনদের মধ্যে উপস্থিত থাকছেন আখতার হুসেন, আহসান হাবীব, নাসির আলী মামুন, সৌমিত্র শেখর, মুনির হাসান, রোমেন রায়হান, অমিতাভ রেজা, আহমেদ হেলাল, জাভেদ সুলতান, তাহসান, অর্ণব, মিনার, তানযীর তুহিন, নুসরাত ইমরোজ তিশা, মেহ্‌জাবীন, আয়মান সাদিক, সিমু নাসের, আবদুল্লা মামুন, শিবব্রত বর্মন, জাহীদ রেজা নূর প্রমুখ।

প্রথমে জাতীয় সংগীত ও পরে পায়রা উড়িয়ে উৎসবের সূচনা করা হয়।

উৎসবে নানা ধরনের মজার মজার স্টল আছে। চলছে নানা প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, তারকা ও গুণীজনেরা। ছবি: আবদুস সালাম
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, তারকা ও গুণীজনেরা। ছবি: আবদুস সালাম

৯৯ টাকায় যত খুশি লাভেলো আইসক্রিম খাওয়ার অফার রয়েছে। থাকছে প্রথমার বই, খাবারদাবার, শখ, যেমন খুশি সাজোসহ নানা বিচিত্র আয়োজন। অনুষ্ঠানাদি চলছে তিনটি মঞ্চে ও অনেকগুলো স্টলে।

গেট খোলা হয়েছে সকাল সাড়ে সাতটায়। দুপুরে বিরতি দিয়ে অনুষ্ঠান চলবে বিকেল পর্যন্ত। অনুষ্ঠানের প্রচার সহযোগী চ্যানেল আই। পুলিশ ও র‍্যাব সার্বিক নিরাপত্তা সহযোগিতা দিচ্ছে। পাশাপাশি থাকছে আরও দুটি বেসরকারি নিরাপত্তা সংস্থা। প্রথম আলো অনলাইনে সারা দিনের অনুষ্ঠানের খবর, ছবি ও ভিডিও দেখা যাবে।

জাতীয় সংগীত দিয়ে উৎসবের সূচনা করা হয়। ছবি: আবদুস সালাম
জাতীয় সংগীত দিয়ে উৎসবের সূচনা করা হয়। ছবি: আবদুস সালাম
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, তারকা ও গুণীজনেরা। ছবি: আবদুস সালাম
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, তারকা ও গুণীজনেরা। ছবি: আবদুস সালাম
আয়োজনে আছে অনেকগুলো স্টল। ছবি: আবদুস সালাম
আয়োজনে আছে অনেকগুলো স্টল। ছবি: আবদুস সালাম