আইন কার্যকরের দিনে রাজধানীর সড়কের পরিস্থিতি

সড়কে শৃঙ্খলা আনতে দেশে বড় শাস্তির বিধান রেখে নতুন সড়ক পরিবহন আইন আজ শুক্রবার কার্যকর হয়েছে। সড়কে যেকোনো আইন লঙ্ঘন করলেই এখন মোটা অঙ্কের জরিমানা, কারাদণ্ড এমনকি উভয় দণ্ড হবে। জরিমানা হতে পারে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। আর কারাদণ্ড এক মাস থেকে পাঁচ বছর। তবে গণপরিবহন চালকেরা এ আইন সম্পর্কে তেমন কিছুই জানেন না। রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ছবিগুলো তোলা।
কাকরাইলে ট্রাফিক সিগন্যাল পাওয়া সত্ত্বেও নির্দিষ্ট সীমানা পেরিয়ে দাঁড়িয়েছিলেন এই মোটরসাইকেল চালক। পরে ট্রাফিক পুলিশ তাঁকে ট্রাফিক আইন মানতে বলেন। ছবি: দীপু মালাকার
কাকরাইলে ট্রাফিক সিগন্যাল পাওয়া সত্ত্বেও নির্দিষ্ট সীমানা পেরিয়ে দাঁড়িয়েছিলেন এই মোটরসাইকেল চালক। পরে ট্রাফিক পুলিশ তাঁকে ট্রাফিক আইন মানতে বলেন। ছবি: দীপু মালাকার
বেপরোয়া চলাচলের কারণে ঘটেছে ছোট-খাট দুর্ঘটনাও। শাহবাগ, ১ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
বেপরোয়া চলাচলের কারণে ঘটেছে ছোট-খাট দুর্ঘটনাও। শাহবাগ, ১ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও উল্টো পথে চলছে বাইসাইকেল ও মোটরসাইকেল। বাবু বাজার সেতু, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও উল্টো পথে চলছে বাইসাইকেল ও মোটরসাইকেল। বাবু বাজার সেতু, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
শাহবাগে জেব্রা ক্রসিং বাদ দিয়ে পথচারীরা সড়ক পার হচ্ছেন। ছবি: শুভ্র কান্তি দাশ
শাহবাগে জেব্রা ক্রসিং বাদ দিয়ে পথচারীরা সড়ক পার হচ্ছেন। ছবি: শুভ্র কান্তি দাশ
চালকের সহকারী হিসেবে কাজ করছে দুই শিশু। ছবি: শুভ্র কান্তি দাশ
চালকের সহকারী হিসেবে কাজ করছে দুই শিশু। ছবি: শুভ্র কান্তি দাশ
এলোমেলো যান চলাচল। শাহবাগ, ১ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
এলোমেলো যান চলাচল। শাহবাগ, ১ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাশ
নতুন আইন নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন ইলিয়াস কাঞ্চন ও তাঁর সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। কাকরাইল, ঢাকা, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
নতুন আইন নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন ইলিয়াস কাঞ্চন ও তাঁর সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। কাকরাইল, ঢাকা, ১ নভেম্বর। ছবি: দীপু মালাকার
যানবাহন চালকদের ট্রাফিক আইন মানতে অনুরোধ করে মাইকিং করছেন ইলিয়াস কাঞ্চন। ছবি: দীপু মালাকার
যানবাহন চালকদের ট্রাফিক আইন মানতে অনুরোধ করে মাইকিং করছেন ইলিয়াস কাঞ্চন। ছবি: দীপু মালাকার
জেব্রাক্রসিং না মেনে চলাচলের জন্য পথচারীদের আটকানো হয়। ছবি: দীপু মালাকার
জেব্রাক্রসিং না মেনে চলাচলের জন্য পথচারীদের আটকানো হয়। ছবি: দীপু মালাকার