ফুটস্টেপস'র নিরাপদ পানিব্যবস্থা স্থাপনের যাত্রা

রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো

রাজধানী ঢাকার অনেক জায়গায় নিরাপদ পানি পাওয়ার নিশ্চয়তা নেই। তাই 'ফুটস্টেপস' নামে একটি সামাজিক সংগঠন এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে। তারা দক্ষিণ গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে একটি পানিব্যবস্থা স্থাপন করেছে। গুলশান সোসাইটির সদস্যবৃন্দের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

উদ্যোক্তারা জানান, এই সিস্টেমটিতে পানি বিশুদ্ধ করার ব্যবস্থা রয়েছে । ফলে পার্কে আসা দর্শনার্থীরা ও পথচারীরা অবিরত সুপেয় পানি পান করতে পারবেন। আশপাশের এলাকার বহু মানুষেরও বিশুদ্ধ পানির তৃষ্ণা মিটবে।

আজ শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে ফুটস্টেপস বাংলাদেশের সভাপতি শাহ রাফায়াত চৌধুরী বলেন, তাদের প্রতিষ্ঠান নিরাপদ পানির সংকট নিরসনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ তাদের পানি সংকট সমস্যার কিছুটা সমাধান করতে পারে।

গুলশান সোসাইটির জোন-১ এর আহ্বায়ক আফশা মাইজুদ্দিন বলেন, প্রায়ই পার্কে বৃদ্ধ মানুষজন আসেন এবং তৃষ্ণায় ভোগেন। কিন্তু অল্পবয়সী ছেলেমেয়েরা এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।

রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো
রাজধানীর গুলশানে ডা. ফজলে রাব্বী পার্কে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো

গুলশান সোসাইটির সহসভাপতি এম এ হাশেম বলেন, ‘মানুষ সাধারণত এ রকম মহৎ উদ্যোগে এগিয়ে আসে না। যেখানে এই তরুণেরা এই কাজে এগিয়ে এসেছে। যত দিন এই উদ্যোগ চলতে থাকবে, আমরা এর সমর্থনে কাজ করে যাব।’

গুলশান সোসাইটির সদস্য কাজী শাহনাজ জানান, নিরাপদ পানির প্রতি সবারই অধিকার রয়েছে। এ রকম সামাজিক কাজের মাধ্যমে এই বিষয়টির নিশ্চয়তায় কাজ করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।