জাপান মেডিকেল সেন্টারের 'মাই সেবা' চালু

‘মাই সেবা’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক চিকিৎসক তোমোহিরো মোরিতা। ছবি: সংগৃহীত
‘মাই সেবা’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক চিকিৎসক তোমোহিরো মোরিতা। ছবি: সংগৃহীত

স্বল্প ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন শাখা খুলেছে স্বাস্থ্যসেবাবিষয়ক প্রতিষ্ঠান জাপান মেডিকেল সেন্টার। নতুন এই শাখার নাম ‘মাই সেবা’। সম্প্রতি রাজধানীর বাড্ডায় মানাম এম এস টোরেনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাই সেবা জাপানি চিকিৎসকদের পরিচালনাধীন একটা রোগ নির্ণয় কেন্দ্র। ২০১৬ সালে দেশটির একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এর যাত্রা শুরু। মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানোই মাই সেবার লক্ষ্য বলে জানান তাঁরা।

উদ্যোক্তারা জানান, অনলাইনেও এ চিকিৎসাসেবা পাওয়া যাবে। এর মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাপান, ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে। স্বল্প খরচে ২৫টিরও বেশি রোগের চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরিও তাঁদের অন্যতম লক্ষ্য বলে অনুষ্ঠানে জানানো হয়। একই সঙ্গে মানবতার কল্যাণে অনন্য অবদান রাখতে চান জাপানি উদ্যোক্তারা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. তোমোহিরো মোরিতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ এমদাদুল হক, ফোর বিলিয়ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউতারু ইয়োকোকাওয়া, ডা. জাকারিয়া ফারুক প্রমুখ।