হাইকোর্টের আদেশের পরও মুক্তি পাচ্ছে না শিশুরা

হাইকোর্টের আদেশের পরও মুক্তি পাচ্ছে না ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১ শিশু। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের বৃহস্পতিবার মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু তিন দিন পার হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে। কিন্তু কর্তৃপক্ষ এর কোনো সঠিক উত্তর দিতে পারছে না। হাইকোর্টের আদেশের বিষয়টি সংবাদমাধ্যমে জানতে পেরেছেন বললেও এর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশের বিষয়টি আমাদের অফিশিয়ালি জানানো হয়নি বা কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি। অফিশিয়ালি জানানো হলে অবশ্যই নির্দেশনা মেনে তাদের ছেড়ে দেওয়া হবে।’

শিশু আইন অনুযায়ী, অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধে জড়িত থাকা শিশুর বিচার শুধু শিশু আদালতেই হবে। কিন্তু তা না করে বিভিন্ন সময় শিশুদের দণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১২১ শিশু রয়েছে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে। এ নিয়ে গত বৃহস্পতিবার ‘আইনে মানা, তবুও ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের কোনো কপি এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। আশা করছি, তিন–চার দিনের মধ্যেই আদেশটি আমরা হাতে পাব। তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’