নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে স্কুলছাত্র নিহত

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় চারতলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে । ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় চারতলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে । ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় চারতলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। আজ রোববার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম সোহেল (১২)। সে হাজী উজির আলী স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া ওয়াজিদ (১২) নামে আরও এক শিশু নিখোঁজ আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল চারটার দিকে শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবন বিকট শব্দে ধসে খালের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভবনের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। ভবনটির নিচতলায় সোনিয়া আক্তার নামে এক শিক্ষিকার কাছে শিশুরা প্রাইভেট পড়তে আসত।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু ওয়াজিদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে।