জুতায় লুকিয়ে ডলার পাচার, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জুতায় লুকিয়ে ২০ হাজার মার্কিন ডলার ও ২ হাজার ভারতীয় রুপি পাচারের সময় নারায়ণ ঢালী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ সোমবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী তল্লাশিচৌকিতে অভিযান চালিয়ে ডলার-রুপিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারায়ণ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বড়ই হাজী গ্রামের বিজয় ঢালীর ছেলে। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মুদ্রা পাচার আইনে একটি মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত বিজিবির নায়েক মো. এমদাদুল হকের নেতৃত্বে বেনাপোল থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই বাসের যাত্রী নারায়ণ ঢালীর জুতায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার মার্কিন ডলার ও ২ হাজার ২৪০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলার ও রুপির আনুমানিক বাজারদর ১৭ লাখ ২ হাজার ৬৮০ টাকা।