পাখির বাড়ি বিহার হাট

প্রায় ১০ বছর ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাটে শামুকখোল পাখি বাসা বেঁধেছে। বর্ষাকালে পাখির আনাগোনা বেড়ে যায়। শীতের মৌসুমে পাখিগুলো আবার চলে যায়। গ্রামবাসী পাখিগুলোকে বিরক্ত করেন না। বরং পাখিগুলোকে সাহায্যের চেষ্টা থাকে। ছবিগুলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের আশপাশ থেকে তোলা।
উড়ছে শামুকখোল পাখি।
উড়ছে শামুকখোল পাখি।
বিশ্রামে শামুকখোল পাখি।
বিশ্রামে শামুকখোল পাখি।
বর্ষাকালে পাখির আনাগোনা বেড়ে যায়।
বর্ষাকালে পাখির আনাগোনা বেড়ে যায়।
গ্রামবাসীরা পাখিগুলোকে বিরক্ত করেন না কখনোই।
গ্রামবাসীরা পাখিগুলোকে বিরক্ত করেন না কখনোই।
সাধারণত দল বেঁধে থাকে শামুকখোল পাখি।
সাধারণত দল বেঁধে থাকে শামুকখোল পাখি।
শামুকখোলের ওড়ার প্রস্তুতি।
শামুকখোলের ওড়ার প্রস্তুতি।
ডানা মেলা শামুকখোল পাখি।
ডানা মেলা শামুকখোল পাখি।